AutoCAD Electrical IEC-Project Setting
অটোক্যাড-ইলেট্রিক্যাল এ প্রোজেক্ট সেটিং একটি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়। একটি পেইজ এর মধ্যের সকল কম্পোনেন্টের লেভেল, কম্পোনেন্টের সাইজ, ওয়ার অ্যাঙ্গেল, ওয়ার ট্যাগ, ওয়ার লুপ, (আইকন-ম্যানু) প্রভৃতি বিষয় প্রোজেক্ট সেটিং এর উপর নির্ভর করে।
১ম ধাপঃ
প্রোজেক্ট ম্যানেজার (Project Manager) থেকে নিউ প্রেজেক্ট এ ক্লিক করতে হবে।
২য় ধাপঃ
ক্রিয়েট প্রোজেক্ট (Create Project) পপ-আপ মেনুতে Name Box সিলেক্ট করতে হবে এবং প্রোজেক্ট এর জন্য নির্দিষ্ট নাম দিতে হবে। তারপর OK-Properties এ ক্লিক করতে হবে।
৩য় ধাপঃ
Project Properties মেনু থেকে Project Settings ট্যাব সিলেক্ট করতে হবে। এখন Schematic Libraries Expand এবং নিচের ডিরেক্টরি সিলেক্ট করে Browse এ Click করতে হবে। সি ড্রাইভ এর Documents ফাইল এর অটোডেক্স এর Libs ফোল্ডার (C:\Users\Public\Documents\Autodesk\Acade 2013\Libs\iec-60617) থেকে iec-60617 ফোল্ডার সিলেক্ট করতে হবে। আবার পরের ডিরেক্টরি সিলেক্ট করে Browse এ Click করতে হবে একই ডিরেক্টরি থেকে iec-60617 ফোল্ডার এর অভ্যন্তরে 1- ফোল্ডার সিলেক্ট করতে হবে। এখন Schematic Icon menu file Expand করতে হবে এবং নিচের ডিরেক্টরি সিলেক্ট করে Browse এ Click করতে হবে।সি ড্রাইভ এর Program ফাইল এর অটোডেক্স (Autodesk) এর User Support ফোল্ডার(C:\Program Files\Autodesk\Acade 2013\UserDataCache\Electrical\
UserSupport\ACE_IEC-60617_MENU.DAT)
থেকে ACE_IEC-60617_MENU.DAT ফাইল সিলেক্ট করতে হবে। Categories Lookup File preference থেকে (Use MISC_CAT table only if component specific table doesn't exist) সিলেক্ট করতে হবে। Options থেকে Tag/Wire number Sort order (Droop down menu) ড্রপ ডাউন মেনু থেকে (Left to Right, moving down (Default for vertical ladders) সিলেক্ট করতে হবে।
৪র্থ ধাপঃ
Project Properties মেনু থেকে Components ট্যাব সিলেক্ট করতে হবে। Components Tag Format থেকে Sequential সিলেক্ট করে রেফারেন্স নম্বর দিতে হবে। Component Tag options থেকে,
1. Combined installation/ Location tag mode.
2. Format installation/Location into tag.
3. Suppress installation/Location in tag when match drawing default.
4. Suppress installation/Location in tag on reports.
5. Upon insert: automatic installation/Location with drawing default or last used.
চেক বক্স এ টিক মার্ক দিতে হবে।
৫ম ধাপঃ
Project Properties মেনু থেকে Wire Numbers ট্যাব সিলেক্ট করতে হবে। Wire Number Format কলাম থেকে Sequential সিলেক্ট করে বক্স এ রেফারেন্স নম্বর দিতে হবে। Wire Number Option কলাম থেকে Based on Wire Layer চেক বক্স এ টিক মার্ক দিতে হবে।
Project Properties মেনু থেকে Wire Numbers ট্যাব সিলেক্ট করতে হবে। Wire Number Format কলাম থেকে Sequential সিলেক্ট করে বক্স এ রেফারেন্স নম্বর দিতে হবে। Wire Number Option কলাম থেকে Based on Wire Layer চেক বক্স এ টিক মার্ক দিতে হবে।
৬ষ্ঠ ধাপঃ
Project Properties মেনু থেকে Cross-Reference ট্যাব সিলেক্ট করতে হবে। Cross-Reference Format কলাম থেকে Between Drawings বক্স এ "%S-%N" সেট করতে হবে। Cross-Reference Options কলাম থেকে,
1. Real-time Signal and contact cross referencing between drawings
2. Suppress installation/Location codes when matching the drawing default
চেকবক্স এ টিকমার্ক েদিতে হবে।
৭ম ধাপঃ
Project Properties মেনু থেকে Styles ট্যাব সিলেক্ট করতে হবে। Wiring style কলাম থেকে Wire Cross ড্রপ ডাউন মেনু থেকে Loop সিলেক্ট করতে হবে। ওয়ার যখন একটার উপর থেকে অন্যটা Cross করবে তখন Wire Loop Style সক্রিয় হবে। Wire tree ড্রপ ডাউন মেনু থেকে Angle 1 সিলেক্ট করতে হবে। Ladder wiring, Wire joint, Component এবং Wire connection এ অ্যাঙ্গেল সক্রিয় হবে।
৮ম ধাপঃ
Drawing Format এটি Project properties এবং Project Setting এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।Project Properties মেনু থেকে Drawing Format ট্যাব সিলেক্ট করতে হবে। Ladder defaults কলামে Vertical চেকবক্সটি Wire Ladder অঙ্কন করলে Vertical Position এ সেট হবে আর Horizontal চেকবক্সটি Wire Ladder অঙ্কন করলে Horizontal Position এ সেট হবে। Width বক্সটি Ladder Wire এর প্রস্থতা নির্দেশ করে। Spacing বক্সটি Ladder Wire গুলোর মধ্যকার ফাঁকা জায়গা নির্দেশ করে। Multiple wire spacing বক্সটি Rail wire গুলোর মধ্যকার ফাঁকা জায়গা নির্দেশ করে। Format Referencing কলামটি Wire Numbering Style নির্দেশ করে। Scale কলামটি Icon, Wire angle এর সাইজ নির্দেশ করে। এখন OK Button এ ক্লিক করে Project Properties Setting সমাপ্ত করতে হবে।