চিত্রে: পি এল সি।
অটোমেশনঃ
অটোমেশন এমন একটি প্রক্রিয়া যা সমোগ্র সিস্টেমকে সয়ংক্রিয়ভাবে চালনা করে অর্থাৎ, কোন সিস্টেমকে যে কাজের অনুমতি দেওয়া হয় তা অটোমেটিক্যালি সম্পন্ন করে। কোন প্লান্ট অথবা মেশিন এর সকল প্যারামিটার পর্যাবেক্ষন (Analyze) এবং কন্ট্রোলিং(Controlling) যদি কোন সয়ংক্রিয় ডিভাইসের মাধ্যমে সম্পন্ন হয় তাকে অটোমেশন বলে। যখন কোন মেশিন অথবা সিস্টেম অন্য কোন মেশিন অথবা সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে অটোমেটিক সিস্টেম বলে। এই ধরনের সিস্টেমে Feedback (প্রতিক্রিয়া) প্রযুক্তি (PLC) ব্যবহার করা হয় ফলে অটোমেশনের মাধ্যমে সঠিক সিস্টেম অপারেশন নিশ্চিত করা যায়। একটি অটোমেশন সিস্টেমে সকল যন্ত্রাংশ সয়ংক্রিয়ভাবে কাজ করে শুধু মাত্র সিস্টেম Start এবং Stop প্রত্যক্ষভাবে করা হয়।
চিত্রে: অটোমেশন সিস্টেম।
অটোমেশন মেশিন সিস্টেমকে দুই ভাগে বিভক্ত করা যায়ঃ
- Open Loop System (খোলা পথ)
- Close Loop System (বন্ধ পথ)
Open Loop System গুলো চালু হয়, নির্ধারিত কাজের চক্র সম্পন্ন করে তারপর বন্ধ হয়ে যায়। অমরা একটি উদাহরনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হতে পারি। একটি থালা পরিষ্কারের মেশিনকে প্রথমে সুইচের মাধ্যমে চালু করা হয়। এরপর মেশিনের ভিতরে থালা প্রবেশ করানো হয়। তারপর একটি পুশ সুইচ প্রেস্ করার মাধ্যমে মেশিনটি পূর্বনির্ধারিত কাজের চক্রঃ প্রথমে পানি দিয়ে থাল পরিষ্কার করে, এরপর ওয়াশ ক্যামিক্যাল দিয়ে পরিষ্কার করে, তারপর পানি দিয়ে পুনরায় পরিষ্কার করে এবং থালাগুলোকে শুকায়। অপারেটর শুধু পরিষ্কারের ধরন নির্বাচন করে (অধিক পরিষ্কার/হালকা পরিষ্কার, ঠান্ডা/গরম পানি ব্যবহার)। মেশিন অভ্যন্তরীনভাবে পূর্ব-নির্ধারিত সকল কাজ সম্পন্ন করে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যায়।
চিত্রে: ডিস্ ওয়াশিং মেশিন
Close Loop System:
Close Loop System গুলো চালু হয়, নির্ধারিত কাজের চক্র অনবরত সম্পন্ন করতে থাকে যতক্ষন পর্যন্ত অপারেটর (ব্যক্তি/কম্পিউটার/মেশিন) থেকে পরবর্তি ইন্সট্রাকশন(কাজের নির্দেশ) না দেওয়া হয়। এই সিস্টেম ইন্ডাস্ট্রিতে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
________________________________________________________________________________________